ভাবসম্প্রসারণ : দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য (২টি)
মূলভাব : বিদ্যা অমূল্য ধন, তবে তার সাথে চরিত্র যোগ না হলে তা দুর্জনে পরিণত হয়। দুর্জন ব্যক্তির সঙ্গ সর্বদা পরিত্যাগ করাই শ্রেয়।
সম্প্রসারিত ভাব : বিদ্যা মানুষের ভূষণ। এই বিদ্যার মাধ্যমে সে তার সুন্দর চরিত্র গঠন করে। কিন্তু যে ব্যক্তি বিদ্বান অথচ চরিত্রহীন তার বিদ্যার কোনো মূল্য নেই। এরূপ লোকের দ্বারা কোনো ব্যক্তি বা সমষ্টির উন্নতি সাধিত হয় না। দুর্জন লোক মহামূল্যবান মণিবিশিষ্ট সর্পের মতো। সর্পের মণি মহামূল্যবান জেনেও কিন্তু কোনো বুদ্ধিমান লোক সর্পের সাহচর্য লাভ করতে চায় না। এতে সর্পের বিষাক্ত ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়ার আশঙ্কা থাকে।
তদ্রুপ বিদ্বান দুর্জন হলে ব্যক্তি এবং সমাজ কারও কোনো উপকার করতে পারে না। প্রবাদে আছে, “সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।” বিদ্যা মানুষের সুপ্ত প্রতিভাকে বিকশিত করে। বিদ্যার্জনের মাধ্যমে মানুষ যথার্থ মানুষ হয়ে ওঠে। সুন্দর চরিত্র গঠনের মাধ্যমেই বিদ্বান তার মহত্ত্বের উৎকর্ষ ঘটান। কিন্তু সে যখন তার সুন্দর চরিত্র গঠনে অক্ষম হন, তখন তার সকল প্রকার সৎ গুণাবলি ম্লান হয়ে যায়। তার বিদ্যা থাকা সত্ত্বেও তা কোনো কাজে আসে না ।
মন্তব্য : বিদ্বান ব্যক্তি দুর্জন হলে সে সমাজের বিষধর সর্পে পরিণত হয়। তার সাহচর্যে এলে সুফলের পরিবর্তে কুফলের সম্ভাবনাই বেশি থাকে। এ কারণে তাদের সাহচর্য ত্যাগ করা উচিত।