January 24, 2024
ঐতিহাসিক স্থান : সোনারগাঁও - রচনা Class 3, 4, 5
ভূমিকা :
সোনারগাঁও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। মুঘল আমলে এটি ছিল কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান ।
অবস্থান :
ঢাকার দক্ষিণ-পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁওয়ের অবস্থান। ঢাকা থেকে সোনারগাওয়ের দূরত্ব ২৭ কিলোমিটার।
সোনারগাঁওয়ের ইতিহাস :
সোনারগাঁওয়ের পূর্ব নাম সুবর্ণ গ্রাম। ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ-পূর্ব বাংলার রাজধানী। ঈশা খাঁ ছিলেন এই অঞ্চলের শাসনকর্তা। ঈশা খাঁ তার স্ত্রী সোনাবিবির নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখেন সোনারগাঁও ।
সোনারগাঁওয়ের আকর্ষণীয় স্থানসমূহ :
সোনারগাঁওয়ের প্রধান আকর্ষণসমূহ হলো গোয়ালদি মসজিদ, পানাম নগর, লোকশিল্প জাদুঘর ।