November 28, 2023

তোমার জীবনের লক্ষ্য জানিয়ে বড় ভাই,বাবা,মা,ও বন্ধুর নিকট পত্র 

তোমার জীবনের লক্ষ্য জানিয়ে বড় ভাইয়ের নিকট পত্র

আল্লাহ ভরসা

উল্লাপাড়া, সিরাজগঞ্জ

১ জানুয়ারি ২০২৪

শ্রদ্ধেয় বড় ভাই,

আন্তরিক শ্রদ্ধা ও সালাম নেবেন । আশা করি আপনারা সবাই ভালো আছেন ।

গতকাল আপনার চিঠি পেয়েছি। আপনি আমার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য সম্পর্কে জানতে চেয়েছেন। প্রত্যেকটা মানুষের মতো আমারও ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তাভাবনা রয়েছে । আজ আপনাকে সে সম্পর্কে খুলে বলব । এ বিষয়টি নিয়ে যখন ভাবতে বসি তখন মনে হয় জীবনের লক্ষ্য যেন নৌকার হালের মতো। নৌকাকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য যেমন হালের প্রয়োজন পড়ে তেমনি জীবনে সাফল্য অর্জনের জন্য লক্ষ্য স্থির করা প্রয়োজন।

প্রতিটি চিন্তাশীল মানুষেরই একটা লক্ষ্য থাকে। তেমনি আমিও আমার জীবনের লক্ষ্য স্থির করেছি। আমি ঠিক করেছি, নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তুলব। শিক্ষা-দীক্ষায় পিছিয়ে থাকা আমাদের সমাজকে সঠিক জ্ঞানদানের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার প্রয়োজন সর্বাধিক। আর এজন্যই আমি নিজেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তুলতে চাই ।

আপনারা আমার জন্যে দোয়া করবেন। মাঝে মাঝে আপনার চিঠি পেলে ভালো লাগবে।

More