November 27, 2023
বনভোজনের অভিজ্ঞতার বর্ণনা জানিয়ে বন্ধুকে পত্র- ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণী
আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইলো। আশা করি ভালো আছো। তুমি শুনে অনেক খুশি হবে যে, গত শনিবার আমরা বন্ধুরা মিলে একটি বনভোজনের আয়োজন করেছিলাম । জায়গাটি ছিল মধুপুর গড়। আমরা আগেই একটি বাস ঠিক করেছিলাম। খুব সকালে আমরা বের হয়েছি।
গিয়েই আমরা সবাই এক এক কাজে লেগে গেলাম। এর পর রান্না হলো। সবাই মিলে একসাথে খেয়ে ঘুরতে বের হলাম।