January 21, 2024

ঈমান কাকে বলে? ঈমান অর্থ কি? ঈমানের মূল বিষয় কয়টি ও কি কি

উপস্থাপনা :- ইমান হচ্ছে ইসলামের অপরিহার্য বিষয়। মুসলিম হওয়ার প্রথম শর্তই হচ্ছে ঈমান আনয়ন করা। মূলত ঈমানই হল মুসলমানদের প্রধান মূলধন। তাই এটিকে অন্তরে বদ্ধমূল রাখাই মুমিনের দায়িত্ব।

ঈমান (ايمان) শব্দের আভিধানিক অর্থ :
ايمان শব্দটি বাবে افعال-এর মাসদার । এটি أمن শব্দ থেকে উদ্ভূত যা خوف -এর বিপরীত। এর আভিধানিক অর্থ হচ্ছে-

১. التصديق তথা বিশ্বাস করা।

২. الانقياد তথা আনুগত্য করা।

৩. الاذعان তথা স্বীকৃতি দেয়া।

৪. الوثوق তথা নির্ভর করা।

৫. الخضوع তথা অবনত হওয়া।

৬. ألا طمينا ن তথা প্রশান্তি লাভ করা ।

সংজ্ঞা :- মহান আল্লাহ তা'আলার যাবতীয় আদেশ এবং নিষেধসমূহের উপর ও আল্লাহর প্রেরিত নবী, রাসূল, ফেরেশতা, আখেরাত ইত্যাদির উপর বিশ্বাস রেখে কাজে পরিণত করাকে ঈমান বলে ।

আরও পড়ুন