August 31
ভাবসম্প্রসারণ: দুঃখের মতো এমন পরশ পাথর আর নেই(২টি)
উৎস : সুখ-দুঃখ সহোদর ভাই। সুখ-দুঃখের হাত ধরেই মানুষ পৃথিবীতে আসে। আঁধারের পর যেমন আলো থাকে তেমনি দুঃখের পরও সুখ থাকে ।
মূলভাব : দুঃখের আঘাতে মানুষের ভেতরের মনুষ্যত্ব বেরিয়ে আসে। দুঃখের পরশ ছাড়া পৃথিবীতে কেউ সুখী হতে পারে না। দুঃখ এক পরশ পাথর যার ছোঁয়ায় জীবন সঠিক ও সুন্দর হয় ।
সম্প্রসারিত ভাব : সোনা যেমন পুড়ে পুড়ে খাঁটি হয় মানুষও তদ্রূপ দুঃখের অনলে পুড়তে পুড়তে খাঁটি হয় । দুঃখের পরশে মানুষ হয় অনুপম প্রজ্ঞার অধিকারী । মানব চরিত্র পূর্ণ বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান দুঃখ । দুঃখ-কষ্ট, ত্যাগ-তিতিক্ষা ছাড়া প্রকৃত সুখ অর্জন সম্ভব নয় ।