January 1, 2024
আকাইদের মৌলিক বিষয় কয়টি ও কি কি? এবং আকিদার গুরুত্ব
উপস্থাপনা : আল্লাহর একত্ববাদ এবং তার নির্দেশিত বিভিন্ন বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন এবং বিধানাবলি মান্য করার নাম ইসলামী আকিদা। নির্ভেজাল ইসলামী আকিদা অর্জন এবং তদনুযায়ী আমল করার মাধ্যমেই রয়েছে ইহ ও পরকালীন সাফল্য। নিম্নে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো ।
ইসলামী আকিদার উৎসসমূহ :
ইসলামী আকিদার তথা আকাইদের মৌলিক বিষয় বা উৎসসমূহ হলো সর্বমোট ছয়টি। যথা-
১. الايمان بالله وحده তথা আল্লাহর একত্ববাদে বিশ্বাস।
২. الايمان بالملائكه তথা ফেরেশতাদের প্রতি বিশ্বাস ।
৩. الايمان بالكتب তথা আসমানী কিতাবসমূহের প্রতি বিশ্বাস ।
৪. الايمان بالرسل তথা নবী রাসূলগণের ওপর বিশ্বাস ।
৫.الايمان باليوم الاخر তথা আখেরাতের প্রতি বিশ্বাস ।
৬. الايمان بالقدر خيره وشره তথা তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস।