November 18

কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় কাকে বলে?কত প্রকার।সংজ্ঞা সহ উদাহরণ

সংজ্ঞা : ধাতু বা ক্রিয়া প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে কৃৎ প্রত্যয় বলে । কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দকে কৃদন্ত শব্দ বলে।

কৃৎ প্রতয়ের প্রকারভেদ :

কৃৎ প্রত্যয় দুই প্রকার। যথা-

১। খাঁটি বাংলা কৃৎ প্রত্যয়।

২। সংস্কৃত কৃৎ প্রত্যয়।

খাঁটি বাংলা কৃৎ প্রত্যয় :

সংজ্ঞা : খাঁটি বাংলা ক্রিয়ামূল বা ধাতু প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে খাঁটি বাংলা কৃৎ প্রত্যয় বলে। যেমন-

আরও পড়ুন