ভাবসম্প্রসারণ:পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে
মূলভাব : পৃথিবীতে আগে এসেছে পথিক, তারপর তৈরি হয়েছে পথ ।
সম্প্রসারিত ভাব : পথিক জীবন চক্রে আবর্তনকারী মহা জীবনের রথ। সে. গতির প্রতীক। পথিকের পদচিহ্নে অঙ্কিত হয় পথরেখা। যে মানুষ প্রথম পথ সৃষ্টি করেন মানুষকে মানুষের সাথে মেলাতেন সেইতো যথার্থ পথিক। সে পথ বিস্তৃত হচ্ছে- আরও হবে, মানুষকে আরও বৃহৎ করবে। পথ কোনো পথিককে সৃষ্টি করতে পারেনি, পারবেও না। মানুষের মুক্তির জন্য যে সমস্ত মহাপুরুষ পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন তাঁরাই যথার্থভাবে ‘রসতীর্থ পথের পথিক’। তাদের পথ নির্দেশনা প্রতিটি মানুষের আত্মমুক্তির ক্রমিক পরিণাম । তাদের প্রদর্শিত পথে চলে প্রত্যেক মানুষ স্বমহিমায় ভাস্বর হয়ে ওঠতে পারে। হযরত মোহাম্মদের (দ) প্রদর্শিত পথ বিশ্বের মুক্তিকামী মানুষের নিকট ম্যাগনাকার্টা। মহাজ্ঞানী মহাজনের পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি তাদের প্রদর্শিত পথে চলতে পারি তাহলে আমরাও বরণীয় ও স্মরণীয় হয়ে থাকতে পারব । উক্তিটি রূপক তাৎপর্যে অনুপম ।