December 10, 2024
ইবাদত,আকাইদ,আখলাকে যামিমাহ ,আল্লাহর সৃষ্টি সম্পর্কে: ১০টি বাক্য
প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকের পোস্ট থেকে আমরা ইবাদত, আকাইদ, আখলাকে যামিমাহ ও আল্লাহর সৃষ্টি সম্পর্কে ১০টি করে বাক্য শিখতে পারবো। যদি পোস্টটি পড়ে আপনার ভালো লেগে থাকে, তাহলে দয়া করে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করা যাক :
ইবাদত সম্পর্কে ১০টি বাক্য :
- ইবাদত শব্দটি আরবি শব্দ। এর অর্থ হলো দাসত্ব, বন্দেগি, উপাসনা, ভক্তি ইত্যাদি।
- আল্লাহ তায়ালা ও তার রাসূলের নির্দেশমতো সব কাজ করাকে ইবাদত বলে।
- ইবাদত প্রধানত ২প্রকার। ১. হাক্কুল্লাহ্ ২. হাক্কুল ইবাদ।
- ইবাদতের মুল লক্ষ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন।
- নামাজ পড়া, কোরআন পড়া, রোযা রাখা। মূলত আল্লাহর রাজি খুশির জন্য ভালো কাজ করাই হলো ইবাদাত।
- ইবাদত বন্দেগি ছাড়া কখনো আল্লাহর নৈকট্য লাভ করা যায় না।
- মানব এবং জিন জাতি একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে।