আমার প্রিয় ঋতু (বসন্ত /বর্ষাকাল) রচনা - Class 2, 3, 4, 5
সূচনা :-
বসন্তকে ঋতুরাজ বলা হয়। শীত ও গ্রীষ্মের সন্ধিক্ষণে বসন্তের আবির্ভাব। না শীত, না গরম, এই নাতিশীতোষ্ণ প্রকৃতির মনোরম পরিবেশে বসন্তের আগমন। বসন্ত আমার প্রিয় ঋতু ।
স্থায়িত্ব :-
কোকিলের কুহুতানে শীতের পরেই আসে বসন্ত। ফাল্গুন ও চৈত্র এই দুই মাস বসন্তকাল। কিন্তু শীত না কাটতেই শুরু হয় গ্রীষ্ম, চৈত্রের মাঝামাঝিতেই প্রকৃতির অসহ্য খরায় এই সুন্দর ঋতুটি হারিয়ে যায়। সুতরাং বসন্তের স্থায়িত্বকাল সামান্য ।
বর্ণনা :-
নতুন কুঁড়ি নতুন ফুলের ঋতু বসন্ত। বসন্ত দূত কোকিলের সুমিষ্ট সুরের অন্য নাম বসন্ত। বসন্তের স্বচ্ছ আলো এক অনাবিল নতুন দিনের সন্ধান দেয়। আকাশ নির্মল ও মেঘমুক্ত থাকে। ভোরের দক্ষিণা হাওয়া ও কোকিলের গান আমাদের বিপুল আনন্দ দেয়।
দুর্বার ডগায় ডগায় ফুলের সমারোহ। আমের বন আমোদিত হয়ে ওঠে ফুলের সুবাসে। গুঞ্জনে মুখরিত হয়ে ওঠে অলিফুল, প্রজাপতি যেন ফুল হয়। রঙিন সাজে উড়ে বেড়ায় ফুলে ফুলে। মৃদু দক্ষিণা সমীরণ কতই না মধুর, কতই না আনন্দদায়ক।