January 22, 2024

 ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য - রচনা । pdf

ভূমিকা:

ছাত্রজীবন সমগ্র জীবনের প্রস্তুতি গ্রহণের সময়। এ সময়টিকে জীবনের উজ্জ্বলতম সময় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ছাত্রজীবনেই একটি সফল জীবনের বীজবপনের উপযুক্ত সময় হিসেবে বিবেচিত হয় বলে এ সময়টির রয়েছে বিশেষ তাৎপর্য।

ছাত্রজীবনের স্বরূপ:

ছাত্রজীবনে জ্ঞান ও বিদ্যার্জনের জন্যে কঠোর পরিশ্রম করতে হয়। এ সময় মেনে চলতে হয় শৃঙ্খলা, গ্রহণ করতে হয় অধ্যবসায়ের মূলমন্ত্র। কঠোর অধ্যবসায়ী হতে পারার মধ্যেই ছাত্রজীবনের প্রধান লক্ষণ প্রকাশ পায়। ছাত্রজীবনে অর্জিত জ্ঞান ও বুদ্ধি-বিবেচনা পরবর্তীতে কর্মজীবনে ব্যাপকভাবে প্রয়োগ হয় বলে ছাত্রজীবনই জীবনের শ্রেষ্ঠ সময় হিসেবে বিবেচিত।

দায়িত্ব ও কর্তব্য:

ছাত্রজীবনের সর্বপ্রথম এবং সর্বপ্রধান দায়িত্ব হচ্ছে অধ্যয়ন করা। কারণ পরিশ্রম ও অধ্যবসায় ব্যতীত কোনো ছাত্র তার জীবনকে আলোকিত করতে পারে না। পৃথিবীর বুকে যাঁরা বিজ্ঞান, শিল্পকলা, সাহিত্য ও অন্যান্য বিষয়ে খ্যাতির শীর্ষে আসীন হয়েছেন তাঁদের জীবন পর্যালোচনা করলে দেখা যায়, তাঁরা ছাত্রজীবনে ছিলেন কঠোর অধ্যবসায়ী।

অর্থাৎ তাঁদের ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে তাঁরা ছিলেন সদা সচেতন। ছাত্রজীবনের সমস্ত সঞ্চয়ই সকল পদক্ষেপে কাজে লাগে। তাই সৎ চরিত্রবান হতে হলে সততার চর্চা করা, সত্যবাদী হওয়া, নিজ কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া অতি জরুরি। ছাত্রজীবনে স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া ছাত্রছাত্রীদের কর্তব্য। কেননা সুস্বাস্থ্যের অধিকারী না হলে তার পক্ষে অধ্যয়ন অনুশীলন কোনোটাই সম্ভব নয় ।

আরও পড়ুন