August 31
ভাবসম্প্রসারণ: উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনিই মধ্যম যিনি চলেন
ভাবসম্প্রসারণ: উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনিই মধ্যম যিনি চলেন তফাতে
মূলভাব: উত্তম চরিত্রের ব্যক্তি সকলের সাথে সুন্দরভাবে চলতে পারেন। কিন্তু মধ্যমপন্থিরা একটু দূরে থাকেন সবসময়।
সম্প্রসারিত ভাব : যারা মহৎ হৃদয় ও চরিত্রবান তাঁরা নিখিল বিশ্বকে নিজেদের সঙ্গে একাত্ম করে নিতে জানেন। তাঁদের হৃদয় বিস্তীর্ণ ও বিচার সংকীর্ণতামুক্ত। তাই ইতর-ভদ্র, উত্তম-মধ্যম, ভালো-মন্দ সকলের সঙ্গে নির্বিকারে তাঁরা যোগাযোগ স্থাপন করতে পারেন । তাঁরা জানেন, হীন চরিত্রের সংস্রবে থাকলেও কোনো মালিন্য ও অসৎ চিন্তা তাদের স্পর্শ করতে পারবে না। তাদের সু-চিন্তা রক্ষা কবচের মতোই সঙ্গে থাকবে এবং সেজন্য অধমজনের সান্নিধ্যে তারা ক্ষতিগ্রস্ত হবেন না।