March 17
স্ক্লেরেনকাইমা টিস্যুর সংজ্ঞা, গঠন, অবস্থান, বৈশিষ্ট্য ও কাজ
সংজ্ঞা :- প্রোটোপ্লাজম বিহীন,লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা টিস্যু (sclerenchyma tissue) বলে।
(১) খুব লম্বা ও সরু কোষের সমন্বয়ে গঠিত ।
(২) কোষপ্রাচীর কঠিন ও স্থূলাকৃতি। লিগনিন দিয়ে তৈরি হয় ।
(৩) কোষগুলো মৃত এবং নিউক্লিয়াসবিহীন।
(৪) কোষের মধ্যবর্তী অংশ সংকুচিত হয় ।
(৫) সাধারণ ও সপাড় উভয় প্রকার কূপ ই কোষপ্রাচীরে দেখতে পাওয়া যায় ।