ছুটির জন্য আবেদন পত্র-১০টি।স্কুল,চাকরি,অফিস,শিক্ষক,নৈমিত্তিক
ছুটির জন্য আবেদন পত্র বা দরখাস্ত লেখার নিয়ম :
কোন প্রতিষ্ঠানে যদি আপনি ছুটির আবেদন করতে চান হোক সেটা স্কুল, কলেজ, কিংবা অফিস তাহলে প্রথমেই আপনাকে জানতে হবে ছুটির জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় এবং কি কি বিষয় উল্লেখ্য করতে হয়। সেজন্য আপনাদের সামনে ১০ টি উদাহরণ নিচে উল্লেখ করা হলো। এগুলি ফলো করলেই আশা করি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেকোনো ধরনের ছুটির আবেদনপত্র লিখতে পারবেন।
স্কুল ছুটির জন্য আবেদন পত্র
তারিখ : ৬ জুন, ২০২…ইং
বরাবর,
প্রধান শিক্ষক
হেমনগর উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল৷
বিষয় : ৪র্থ ঘণ্টার পর স্কুল ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন। এই যে, আজ বিকেলে আমাদের স্কুল মাঠে থানা আন্তঃস্কুল ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আমাদের স্কুল ফুটবল টীম ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই আমরা এ চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি উপভোগ করতে চাই।
অতএব, জনাব সমীপে আকুল প্রার্থনা, আজ ৪র্থ ঘণ্টার পর আমাদের স্কুল ছুটি ঘোষণা করে ছাত্র-শিক্ষক সবাইকে ফুটবল খেলাটি দেখার সুযোগ দানে বাধিত করবেন।