November 5, 2023
বাংলা রচনা - ইসলামে নারীর মর্যাদা [ Class - 6, 7, 8 ,9 ,10]
উপস্থাপনা ঃ
নর-নারীর সমন্বয়েই মানুষ জাতি। আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে বানিয়েছেন । সে হিসেবে মানুষ অন্য সব সৃষ্টির ওপর মর্যাদাবান। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, যেখানে মর্যাদার দিক থেকে নারীকে পুরুষের থেকে ভিন্ন করে দেখা হয় নি ।
নারীর মর্যাদা বলতে কী বুঝায় ঃ
মর্যাদা শব্দের অর্থ গৌরব, সম্ভ্রম, মূল্য, সম্মান ইত্যাদি। 'নারীর মর্যাদা' বলতে নারীর ন্যায়সঙ্গত অধিকারের স্বীকৃতিকে বুঝায় ।
ইসলাম পূর্ব যুগে নারী ঃ
ইসলাম পূর্ব যুগের নারী ছিল সবচেয়ে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত এবং অধিকারহারা । তখন তাদেরকে শুধুমাত্র ভোগের সামগ্রী মনে করা হত । কন্যা সন্তান জন্মের সাথে সাথে তাকে জীবন্ত সমাধিস্থ করা হত। নারীদেরকে স্ত্রী হিসেবে ব্যবহার করা হত । স্বামী যত খুশি স্ত্রী গ্রহণ করতে পারতো। আর স্বামী বা পিতার সম্পদের উত্তরাধিকার হতেও তারা বঞ্চিত ছিল।