November 6, 2023

বাংলা রচনা - মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান [ Class - 6, 7, 8 ,9 ,10] এবং HSC

উপস্থাপনা ঃ

আমাদের মাতৃভাষা বাংলা। বাংলা ভাষায় আমরা কথা বলি। শৈশবে এ ভাষায় আমাদের প্রথম বাক্য স্ফূর্ত হয়েছে। এ ভাষায় আমরা মনের ভাব প্রকাশ করতে পেরেছি। এ ভাষা লিখে, পড়ে ও কথা বলে আমরা যত আনন্দ লাভ করি, এমন আর অন্য কোন ভাষায় সম্ভব নয় ।

সর্বাগ্রে মাতৃভাষা শিক্ষা ঃ

শৈশব থেকে যে ভাষায় সর্বপ্রথম মানব শিশু কথা বলে, সে ভাষার বর্ণের সাথে পরিচিত হওয়া সর্বাগ্রে প্রয়োজন । অতঃপর সে ভাষাকে ভিত্তি করে তারই মাধ্যমে উচ্চতর শিক্ষা গ্রহণে অগ্রসর হতে হবে। তা না হয়ে যদি অন্য কোন ভাষায় কেউ বিদ্যাশিক্ষা করতে চায়, তাহলে তার বিদ্যাশিক্ষা অসম্পূর্ণ থেকে যাবে। নিজের মাতৃভাষা সম্পূর্ণরূপে আয়ত্ত করতে না পারলে তার সম্যক জ্ঞানার্জন সম্ভব হবে না ।

More