Yesterday
ব্যঞ্জন সন্ধি: সংজ্ঞা, কত ভাবে হতে পারে ও নিয়মাবলি উদাহরণ সহ
সংজ্ঞা : স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের, ব্যঞ্জনবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের এবং ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জন সন্ধি বলে। যেমন-
পরি + ছদ = পরিচ্ছদ, উৎ + ছেদ = উচ্ছেদ, দিক + অন্ত = দিগন্ত ইত্যাদি।
ব্যঞ্জন সন্ধি কত ভাবে হতে পারে?
ব্যঞ্জনসন্ধি মূলত তিনভাবে হয়ে থাকে। যথা :
(ক) স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মিলনে।
(খ) ব্যঞ্জনধ্বনি ও স্বরধ্বনির মিলনে।
(গ) ব্যঞ্জনধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মিলনে।
স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি :
১. স্বরবর্ণের পর ছ থাকলে ছ স্থলে চ্ছ হয়। যেমন-
অ + ছ = চ্ছ,প্র + ছদ = প্রচ্ছদ,আ + ছ = চ্ছ,আ + ছাদন = আচ্ছাদন
সম্পূর্ণ পড়তে এখানে ক্লিক করুন