May 29, 2024
বাগধারা অর্থ কি?কাকে বলে।বাগধারার গঠন,ব্যবহার,প্রয়োজনীয়তা
বাগধারা কী :
বাগধারা বা বিশিষ্টার্থক শব্দের অর্থ কথা বলার বিশেষ ঢং বা রীতি। এটা এক ধরনের গভীর ভাব ও অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ। বাগ্ধারার সাহায্যে নতুন এবং বিশেষ ধরনের অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ গঠিত হয়। একে বাগ্বিধিও বলা হয়। ইংরেজিতে এদেরকে ‘ইডিয়ম' (idiom) বলে।
বাগধারার সংজ্ঞা :
প্রত্যেক ভাষায় এমন কিছু শব্দ আছে, যার মধ্যে অর্থগত ও ব্যবহারগত বৈশিষ্ট্য বিদ্যমান। এরা প্রত্যেক ভাষারই অলংকারস্বরূপ। তেমনি বাংলা ভাষায়ও এমন অনেক শব্দ আছে, যা বাক্যে ব্যবহৃত হয়ে সাধারণ অর্থের বাহিরে বিশিষ্ট অর্থ প্রকাশ করে ৷ এ জাতীয় বৈশিষ্ট্যের শব্দ বা শব্দসমষ্টিকে ‘বাগধারা' বলে। বাগধারাকে ‘বাগ্বিধিও বলা হয় ।