January 23, 2024

অজুর নিয়ত,দোয়া, ফরজ,সুন্নত। অজু ভঙ্গের কারণ ও অজুর নিয়ম

ইসলামী শরীয়তে পবিত্রতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণত ইবাদতের জন্য পবিত্রতা অর্জন করতে হয়। ইসলামী জীবন ব্যবস্থায় বেশ কয়েকটি ইবাদত শুদ্ধ হওয়ার জন্য অজু অপরিহার্য। আর এ অজু শুদ্ধ হওয়ার জন্য তার রয়েছে কতগুলো ফরজ, সুন্নত, মুস্তাহাব, ইত্যাদি।

অজুর নিয়ত :-

অজুর ফরজ :-

অজুর ফরজ ৪ টি । যথাঃ

১. মুখমণ্ডল ধৌত করা :

অর্থাৎ কপালের চুলের গোড়া হতে তুথনীর নিচ পর্যন্ত ও ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত ভাল করে ধোয়া ।

২. উভয় হাত ধৌত করা :

অর্থাৎ দু হাতের অঙ্গুলির মাথা থেকে কনুই পর্যন্ত ধৌত করা। প্রথমে ডান হাত পরে বাম হাত ।

৩. মাথা মাছেহ করা :

অর্থাৎ মাথার এক চতুর্থাংশ মাছেহ করা ।

৪. উভয় পায়ের গিরা পর্যন্ত ধৌত করা :

অর্থাৎ পায়ের অঙ্গুলিগুলো মাথা থেকে গিরা পর্যন্ত এবং পায়ের অঙ্গুলির মাঝখানের খালি স্থান ভাল করে ধৌত করা।

অজুর সুন্নত সমূহঃ

১। অজুতে নিয়ত করা সুন্নত।

২। বিসমিল্লাহ পড়া সুন্নত।

৩। দোন হাতের কব্জিসহ তিনবার ধোয়া সুন্নত।

৪। মেছওয়াক করা সুন্নত ।

৫ । তিনবার কুলি করা সুন্নত।

৬। তিনবার নাকে পানি দেওয়া সুন্নত ।

৭ । সমস্ত মুখ তিনবার ধোয়া সুন্নত।

৮। ডান হাতের কনুইসহ তিনবার ধোয়া সুন্নত ।

৯। বাম হাতের কনুইসহ তিনবার ধোয়া সুন্নত।

১০। দোন হাতের আঙ্গুলী খিলাল করা সুন্নত।

১১ । সমস্ত মাথা একবার মাছেহ্ করা সুন্নত ।

১২। কান মাছেহ্ করা সুন্নত।

১৩। ভিজা আঙ্গুলি দ্বারা দাড়ি খিলাল করা সুন্নত।

১৪ । ডান পায়ের টাখনুসহ তিনবার ধোয়া সুন্নত ।

১৫ । বাম পায়ের টাখনুসহ তিনবার ধোয়া সুন্নত।

১৬। দোন পায়ের আঙ্গুল খিলাল করা সুন্নত।

আরও পড়ুন