November 23

ধ্বনি কাকে বলে?কত প্রকার Class(1-10)উদাহরণ সহ।কিভাবে তৈরি হয়

আমরা সাধারণত ধ্বনি, শব্দ বা আওয়াজকে একই অর্থে ব্যবহার করে থাকি। কিন্তু ব্যাকরণে ধ্বনি ও শব্দ একই অর্থ বুঝায় না। শব্দ বিশ্লেষণ করে আমরা কতগুলো ক্ষুদ্রতম অংশ পেয়ে থাকি। যেমন — বই (ব-অ-ই) শব্দটিতে আমরা তিনটি ক্ষুদ্রতম অংশ পাই। শব্দ তথা ভাষার এই ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলে। প্রকৃতপক্ষে ভাষার মূলই হচ্ছে ধ্বনি।

ধ্বনি কাকে বলে ? কত প্রকার Class 1, 2, 3, 4 5

ধ্বনির সংজ্ঞা : যে কোন ভাষায় ব্যবহৃত কোন শব্দকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম অংশ পাওয়া যায়, তাকে ধ্বনি বলে। যেমন : বই = ব+ অ + ই , কলম = ক + অ + ল + অ + ম ইত্যাদি ধ্বনি।

ধ্বনির প্রকারভেদ :

ধ্বনি দুই প্রকার। যথা —

১. সরধ্বনি।

২. ব্যঞ্জনধ্বনি।

১। স্বরধ্বনি : যে ধ্বনি অন্য কোন ধ্বনির সাহায্য ব্যতীত নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাকে স্বরধ্বনি বলে। যেমন — অ, আ, ই, ঈ ইত্যাদি।

২. ব্যঞ্জনধ্বনি : যে ধ্বনি স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয়, তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন — ক = ক + অ; খ = খ + অ ইত্যাদি।

আরও পড়ুন