March 18

সেন্ট্রিওল কি?এর কাজ।সেন্ট্রিওল ও সেন্ট্রোমিয়ার এর পার্থক্য

সংজ্ঞা :- প্রাণিকোষ ও কিছু উদ্ভিদকোষের নিউক্লিয়াসের কাছে অবস্থিত স্বপ্রজননক্ষম, আবরণবিহীন, দু'মুখ খোলা পিপার মতো ৯টি ত্রয়ী অনুনালিকা দ্বারা গঠিত দণ্ডাকৃতির যে অঙ্গাণু দুটি পাশাপাশি অবস্থান করে, তাদের সেন্ট্রিওল বলে ।

সেন্ট্রিওল এর কাজ : –

১। কোষ বিভাজনের সময় মাকুযন্ত্র তৈরি করা।

২। কোষ বিভাজনে সহায়তা করা।

৩। সিলিয়া ও ফ্ল্যাজেলাযুক্ত কোষে সিলিয়া ও ফ্ল্যাজেলার সৃষ্টি করা।

৪। শুক্রাণুর লেজ গঠন করা।

আরও পড়ুন