July 1, 2024
পেশী কলা ও স্নায়ু কলার সংজ্ঞা, গঠন, কাজ। পেশী কলার প্রকারভেদ
সংজ্ঞা : ভ্রুণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন সংকোচন প্রসারশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশী টিস্যু বলে।
পেশী কলার গঠন বৈশিষ্ট্য :
এদের মাতৃকা প্রায় অনুপস্থিত। পেশীকোষগুলো সরু, লম্বা ও তন্তুময়। তন্তুগুলো মাকু আকৃতির এ তন্তুগুলোকে মায়োফাইব্রিল বলে। পেশীকোষের সাইটোপ্লাজমে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে। পেশীকোষে কোষপর্দাকে সারকোলেমা বলে । যে সকল মায়োফাইব্রিলে আড়াআড়ি ডোরা থাকে তাদের ডোরাকাটা পেশী এবং ডোরাবিহীন মায়োফাইব্রিলকে মসৃণপেশী বলে।
পেশী কলার কাজ :
i. ঐচ্ছিক পেশি অঙ্গ সঞ্চালন ও চলনে সাহায্য করে ।
ii. অনৈচ্ছিক পেশি দেহের অভ্যন্তরীণ অঙ্গাদির সঞ্চালনে অংশ নেয়।