January 22, 2024

বাংলাদেশের পাখি - রচনা [ ক্লাস ৩, ৪, ৫ ]

সূচনা:

বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি । রংবেরঙের পাখি এদেশের প্রকৃতিকে শোভাময় করে তুলেছে ।

পাখির প্রজাতি:

বাংলাদেশে প্রায় ৬৫০ প্রজাতির পাখি দেখা যায়। এর মধ্যে প্রায় ৩০১ প্রজাতির পাখি দেশেই বসবাস করে। বাকিগুলো বিভিন্ন সময়ে আসা অতিথি পাখি।

দোয়েল:

সুদর্শন ও সুকণ্ঠী দোয়েল আমাদের জাতীয় পাখি। এর মিষ্টিমধুর গান আমাদের মন ভরিয়ে দেয়।

কোকিল:

কোকিল দেখতে কালো। এর সুকণ্ঠ মানুষকে মোহিত করে। বসন্তকালে কোকিলের গান বাংলার প্রকৃতিকে মাতিয়ে তোলে ।

আরও পড়ুন