February 1

বনভোজনে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন(২টি)

বনভোজনে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন

১২ ফেব্রুয়ারি, ২০২….
বরাবর,
প্রধান শিক্ষক
পদ্মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলনা ।
বিষয়: বনভোজনে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন ৷

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আমরা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বনভোজনে যেতে চাই । এ জন্য আমরা সবাই মিলে পরিকল্পনা করে ঠিক করেছি আগামী ১৭ই ফেব্রুয়ারি নাটোরের জমিদারবাড়িতে বনভোজনে যাব। আমরা প্রত্যেকেই বনভোজনের ব্যাপারে উৎসুক। শ্রেণিশিক্ষক ও অভিভাবকদের অনুমতিও নিয়েছি।

অতএব, আপনার কাছে বিনীত প্রার্থনা, আমাদের বনভোজন আয়োজনের অনুমতি প্রদান করে বাধিত করবেন ।

আরও জানুন