May 30, 2024

বিদ্যালয়ের শেষ দিনের মানসিক অবস্থা জানিয়ে বন্ধুকে চিঠি -২টি

এলাহী ভরসা

পাবনা

তারিখ ৩০-০৫-২০২৪ ইং

প্রিয় আরিফ,

প্রীতি ও শুভেচ্ছা রইলো । আজকের দিন ছিল আমার বিদ্যালয়ের শেষ দিন-বিদায়ের দিন। বহুদিনের স্মৃতি বিজড়িত বিদ্যালয় থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলাম । বাড়ি পৌঁছেই মনটাকে কিছুটা হালকা করার মানসে তোমার কাছে লিখতে বসেছি ।

বিদ্যালয়ে এসেই দেখলাম, বিদ্যালয়ের মিলনায়তনটি নানাভাবে সুসজ্জিত করা হয়েছে। শিক্ষক এবং আমন্ত্রিত অভিভাবকগণ সভায় উপস্থিত হলেন। আমরা বিদায়ীরা এক পাশে বসলাম । বিদ্যালয়ের অধ্যক্ষ মহোদয় মলিন মুখে সভাপতির আসন গ্রহণ করেন। সমস্ত কক্ষব্যাপী যেন বিরাজ করছিল এক করুণ নীরবতা। আজ একে একে আমার মানসপটে ভেসে আসছে বিদ্যালয় -জীবনের সমস্ত স্মৃতি । মনে পড়ে সেদিনের কথা, যেদিন প্রথম কুহেলিকাচ্ছন্ন শীতে ভয়-শঙ্কিত চিত্তে আব্বার হাত ধরে এ বিদ্যাপীঠে পদার্পণ করেছিলাম। কালের স্রোতে সবার সাথে গড়ে ওঠল মায়ার বন্ধন।

আরও পড়ুন