Yesterday

সন্ধি কাকে বলে?কত প্রকার।সন্ধির উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা-উদাহরণ সহ

সন্ধি শব্দের অর্থ মিলন। আমরা যখন দুটি শব্দ পাশাপাশি উচ্চারণ করি, তখন শব্দ দুটির কাছের বর্ণ দুটি অনেক সময় আলাদাভাবে উচ্চারিত হয় না। দুয়ে মিলে মিশে যায়। এভাবে পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন-হিম + আলয় = হিমালয়, বিদ্যা + আলয় = বিদ্যালয়, মহা + আশয় = মহাশয় ইত্যাদি।

সংজ্ঞা : উচ্চারণের সুবিধার জন্য পরস্পর অম্বয়যুক্ত পাশাপাশি দুই বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন- সিংহ + আসন = সিংহাসন, বিদ্যা + আলয় = বিদ্যালয়, পরি + ঈক্ষা = পরীক্ষা, নব +অন্ন = নবান্ন ইত্যাদি।

সন্ধির প্রকারভেদ

সন্ধি প্রধানত মোট তিন প্রকার। যথা-

১. স্বরসন্ধি

২. ব্যঞ্জনসন্ধি ও

৩. বিসর্গ সন্ধি ।

স্বরসন্ধি : স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনে যে সন্ধি হয়, তাকে স্বরসন্ধি বলে। যেমন-বিদ্যা + আলয় = বিদ্যালয়, রবি + ইন্দ্র = রবীন্দ্র, যথা + ইষ্ট = যথেষ্ট, মহা + ঋষি = মহর্ষি ইত্যাদি।

সম্পূর্ণ দেখুন