January 23, 2024

একটি দিনের দিনলিপি - বাংলা রচনা 

মানুষের স্মৃতিতে তার প্রত্যাহিক কর্মকাণ্ডের সবই জমা হয়ে থাকে না, সারাজীবন। কিছু বিশেষ বিশেষ দিন বা ঘটনার স্মৃতি সারাজীবন মানুষের মনে অম্লান থাকে। তেমনই একটা দিন হলো আমার কক্সবাজার বেড়াতে যাওয়ার ঘটনা। যেটা আমি আজ আমার ডায়েরিতে লিখতে বসেছি।

সেদিন ছিল ৫ই জানুয়ারি। আমি শীতের ছুটিতে মামার বাড়ি চট্টগ্রামে বেড়াতে এসেছি। পূর্বের পরিকল্পনামতো সেদিন আমাদের কক্সবাজার বেড়াতে যাওয়ার কথা, ভোরবেলা গাড়ি এসে বাসায় হাজির হলো ।

সকাল ছটার মধ্যে রেডি হয়ে আমি ও আমার মামাতো ভাই বোন মিলে সবাই বসে ছিলাম। পরে মামা-মামি, বাবা-মা, এবং আমরা ভাইবোনরা সবাই গাড়িতে উঠে বসলাম। সারাটা পথ পুরো গাড়ির সবাইকে মাতিয়ে রাখলাম গানে, গল্পে আর হাসিতে।

বাড়তি আনন্দ পাচ্ছিলাম রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখে। রাস্তার দুধারের গভীর জঙ্গল আর পাহাড়ের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে দিচ্ছিল। দূর থেকে দেখা সমুদ্রের বুকের নীল জলরাশি সমুদ্রকে কাছ থেকে দেখার তৃষ্ণা আরও বাড়িয়ে দিল। আমি আগে কখনো সমুদ্র দেখিনি । তাই সমুদ্রের এই রোদ ঝিকমিক জলরাশি আমাকে মুগ্ধ করে দিল ।

আরও পড়ুন