January 31, 2024

আমার বাবা - বাংলা রচনা

ভূমিকা:

বাবা আমার খুব কাছের একজন মানুষ। তিনি আমাকে খুব স্নেহ করেন। আমাকে সব সময় প্রয়োজনীয় উপদেশ দিয়ে জীবন চলায় সহায়তা করেন। বাবা আমার পড়ালেখায় উৎসাহ দিয়ে থাকেন। তিনি ভালোবাসার পাশাপাশি প্রয়োজনমতো শাসনও করেন।

পেশা:

আমার বাবা একজন স্কুলশিক্ষক। তিনি ঠিক সকাল নয়টায় কাজে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। আবার বিকাল পাঁচটায় অফিস শেষে বাড়ি ফেরেন। আমার বাবা তাঁর পেশাগত দায়িত্বের বিষয়ে অত্যন্ত সচেতন।

অবদান:

বাবা আমাদের পরিবারের আর্থিক চাহিদা পূরণ করেন। তিনি আমাদের ভাইবোনদের স্নেহ, মমতা আর শাসন দিয়ে বড় করে তুলছেন। আমার বাবার উপার্জন সীমিত। তিনি সে অর্থ দিয়েই আমাদের সবার মুখে হাসি ফোটাতে চেষ্টা করেন। আমরাও এতে সন্তুষ্ট। আমার বাবা গণিতের শিক্ষক।

আরও পড়ুন