December 22, 2023

সড়ক দুর্ঘটনা, কারণ ও তার প্রতিকার - বাংলা প্রবন্ধ রচনা 

উপস্থাপনা ঃ

বাংলাদেশে যতগুলো মৌলিক সমস্যা আছে, তার মধ্যে সড়ক দুর্ঘটনা অন্যতম। ২০০১ সালের প্রথম ৬ মাসের জরিপে দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ৪ জন করে নিহত আর ২৩ জনের মতো আহত হচ্ছে। আর ২০১০ সালের জরিপে এ সংখ্যা দ্বিগুণ ছাড়িয়ে গেছে। বর্তমানে বাংলাদেশের মধ্যে ৫০ জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন।

প্রাপ্ত বয়স্কদের মধ্যে আঘাতজনিত মৃত্যুর মধ্যে এটাই প্রধান কারণ।প্রতিদিন এ সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভবে বৃদ্ধি পাচ্ছে। পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার খবর । এই সড়ক দুর্ঘটনা হয়ে দাঁড়িয়েছে আজ আমাদের নিরাপত্তার প্রধান হুমকি ।

সড়ক দুর্ঘটনার কারণ :

সড়ক দুর্ঘটনার সম্ভাব্য কারণসমূহ নিচে আলোচনা করা হলো :

১. অতিরিক্ত স্পীড় এবং ওভার টেকিং ঃ

সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে, গাড়িগুলোর গতিসীমা । দুর্ঘটনা সংঘটিত এলাকার অনেক প্রত্যক্ষদর্শীর মতে, অসাবধানতার সঙ্গে অতিরিক্ত স্পীডে অন্য একটি চলমান গাড়িকে ওভারটেকের চেষ্টাই দুর্ঘটনার কারণ। পুলিশ রিপোর্টেও বেশির ভাগ দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয়েছে অতিরিক্ত স্পীড এবং চালকদের বেপরোয়া গাড়ি চালানো ।

২. অপরিসর পথ :

আমাদের যাতায়াত ব্যবস্থাও অধিকাংশ দুর্ঘটনার জন্য দায়ী। ঢাকা থেকে যাতায়াতে সবচেয়ে ব্যস্ত পথ ঢাকা-আরিচা এবং ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে । এ দুটি পথেই দুর্ঘটনা এবং হতাহতের সংখ্যা বেশি। ট্রাক, বাস, মিনিবাস, টেম্পো সব রকম দ্রুতগতি বাহনের সঙ্গে পদচালিত ভ্যান, রিকশা সবই চলাচল করে এই পথে। দ্রুত গতিসম্পন্ন গাড়ির সঙ্গে মন্থর গতির গাড়ির একত্রে চলাচল সত্যি বিপদজ্জনক ।

আরও পড়ুন :- পরিবেশ দূষণ ও তার প্রতিকার - রচনা [ Class - 6, 7, 8 ,9 ,10]

৩. ওভারলোডিং ঃ

'ওভারলোডিং' মানে পরিমিতের বেশি মাল বহন করা। বেশি ওজনের মালামাল বহন করে গতি সীমা ছাড়িয়ে প্রতিটি ট্রাকই এক একটি যন্ত্রদানব হয়ে উঠে, যার গতি নিয়ন্ত্রণ করা প্রায়ই অসম্ভব হয়ে ওঠে চালকদের পক্ষে।

৪. আইন অমান্যকরণ ঃ

এক জরিপে দেখা গেছে ৯১ শতাংশ চালক জেব্রাক্রসিংয়ে অবস্থানরত পথচারীদের অধিকার আমলই দেয় না । পাশাপাশি ৮৪ ভাগ পথচারী নিয়ম ভেঙে রাস্তা পার হয়। ফলে দুর্ঘটনা ঘটছে অহরহ।

৫. জনসংখ্যার চাপ ও অপ্রতুল পরিবহন ব্যবস্থা ঃ

এ প্রেক্ষিতে আমরা রাজধানীর দিকে দৃষ্টিপাত করতে পারি। সত্তর দশকে যেখানে ১০ লাখ লোকের বসবাস ছিল, সেখানে এখন প্রায় ১ কোটি লোকের বসবাস। জনগণের সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহন। এক হিসেবে দেখা যাচ্ছে, রাজধানীতে বর্তমানে প্রতি কিলোমিটারে ২৪৭ টির মতো গাড়ি চলে ।

Read more