May 7, 2024

রচনা : আল্লাহর পথে জেহাদ / জেহাদের প্রয়োজনীয়তা

ভূমিকা :

জেহাদ ইসলামের একটি অতীব গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়। কুরআন, হাদীস ও ইসলামী সাহিত্য সম্ভারে এর বিস্তারিত উল্লেখ পাওয়া যায়। মহানবী (স) সাহাবী মুয়ায ইবনে জাবাল (রা)-এর এক প্রশ্নের উত্তরে বলেন, ‘ইসলামী জীবন ব্যবস্থার মূল সূত্র নামায আর সর্বোচ্চ চূড়া জেহাদ'। বস্তুত জেহাদ ব্যতীত ইসলামের পূর্ণ প্রকাশ ও প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই সময়ের পরিপ্রেক্ষিতে জেহাদ মুসলমানদের ওপর অপরিহার্য করা হয়েছে।

জেহাদের সংজ্ঞা :

সাধারণত জেহাদ অর্থে যুদ্ধ বিগ্রহ বোঝালেও এর অর্থ অত্যন্ত ব্যাপক। জেহাদ শব্দের আভিধানিক অর্থ কোনো উদ্দেশ্যে সাধনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা, কঠোর পরিশ্রম, সর্বশক্তি নিয়োগপূর্বক কঠোর সাধনা করা। পারিভাষিক অর্থে, আল্লাহর দ্বীনকে বিজয়ী ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সর্বপ্রকার প্রতিকূল শক্তির বিরুদ্ধে জীবন, সম্পদ, বুদ্ধি—জ্ঞান, শক্তি-সামর্থ্য উৎসর্গ করে সর্বাত্মক সংগ্রাম করাকে জেহাদ বলে।

আরও পড়ুন