April 1, 2024
একটি সড়ক দুর্ঘটনার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট পত্র- খাম আঁকা সহ
শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তোমাকে লিখছি। একটি দুর্ঘটনা কিভাবে আমাকে মর্মাহত করেছে তা তোমাকে জানালে হয়তো আমার মনের বেদনা কিছুটা লাঘব হবে। আজ সকালে আমি সাইকেলযোগে স্কুলে যাচ্ছিলাম। প্রতিদিনের মতো কর্মব্যস্ত পরিবেশ। স্টেশন রোডে ৪-৫ বছরের একটি মেয়ে রাস্তা পার হচ্ছিল।
হঠাৎ একটি দ্রুতগামী মাইক্রোবাস মেয়েটিকে চাপা দিয়ে চলে গেল। চারদিকে হৈচৈ পড়ে গেল। মেয়েটির তাজা রক্তে পিচঢালা কালো রাস্তা রঞ্জিত হলো। তার মায়ের আহাজারীতে কেউই চোখের পানি সংবরণ করতে পারেনি। আজ সারাদিন শুধু ঐ দৃশ্যটাই আমার চোখে ভাসছে। জীবনে কোনোদিন এ দুর্ঘটনার দৃশ্য ভুলতে পারব বলে মনে হয় না।