January 29, 2024

লিঙ্গ নির্ধারণে এবং কোষ বিভাজনে ক্রোমোজোমের ভূমিকা

লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা :-

লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোম অগ্রণী ভূমিকা পালন করে। লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা নিচে আলোচনা করা হলো-

মানবদেহের প্রতিটি দেহকোষে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে। তার মধ্যে ২২ জোড়া দেহের জৈবিক কাজ ও গঠনপ্রণালি নিয়ন্ত্রণ করে এদেরকে অটোসোম বলে। বাকী একজোড়া সন্তানের লিঙ্গ নির্ধারণ করে এদের সেক্স ক্রোমোজোম বলে।

স্ত্রীর ডিপ্লয়েড কোষে ২টি লিঙ্গ নির্ধারিত ক্রোমোজোমই x ক্রোমোজোম (XX)। কিন্তু পুরুষের বেলায় একটি X এবং অপরটি Y ক্রোমোজোম (XY) । স্ত্রীর ডিম্বাণু গঠনের সময় প্রতিটি ডিম্বাণু অন্যান্য ক্রোমোজোমের সাথে একটি করে X ক্রোমোজোম লাভ করে। কিন্তু পুরুষের শুক্রাণু সৃষ্টির সময় অর্ধেক শুক্রাণু X ক্রোমোজোম ও অপর অর্ধেক Y ক্রোমোজোম লাভ করে।

আরও পড়ুন