পত্র অর্থ কি?চিঠি বা পত্র লেখার নিয়ম বাংলা, লিখন পদ্ধতি-pdf
পত্র অর্থ কি?চিঠি বা পত্র লেখার নিয়ম বাংলা, লিখন পদ্ধতি-pdf
চিঠি বা পত্র যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম। পাশাপাশি অবস্থান কালে আমরা কথাবার্তার মাধ্যমেই একজন আরেক জনের নিকট মনের ভাব ও আবেগ প্রকাশ করে থাকি। কিন্তু আমাদের কেউ যখন বিদেশে বা দূরে থাকে, তখন তাদের সাথে কথাবার্তা বলে মনের ভাব ও আবেগ প্রকাশ করতে হলে পত্রের মাধ্যমে তা করতে হয়।
চিঠি বা পত্র অর্থ কি ?
‘পত্র’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ‘পাতা’। কিন্তু বাংলা ব্যাকরণে ‘পত্র’ শব্দটি এক বিশেষ অর্থে ব্যবহৃত হয়। বাংলা ব্যাকরণে এর অর্থ ‘চিহ্ন’ বা ‘স্মারক’। পত্র শব্দটির আভিধানিক অর্থ চিঠি।
সংজ্ঞা : কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো সংবাদ, ঘটনার বিবরণ পাঠানো বা কারো উদ্দেশ্যে কোনো বিষয় লিখিতভাবে প্রকাশ করাকে পত্রলিখন বলে ।
পত্রের প্রকারভেদ :-
ক. ব্যক্তিগত পত্র : ব্যক্তিগত প্রয়োজনে মা-বাবা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, আপনজন ও পরিচিতজনদের কাছে যেসব পত্র লেখা হয় সেগুলোকে ব্যক্তিগত পত্র বলে।
ব্যক্তিগত পত্র বিদেশে পাঠাতে হলে খামের ওপর BY AIR MAIL কথাটি লেখতে হয়।
আরও পড়ুন :চিঠি বা পত্র যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম। পাশাপাশি অবস্থান কালে আমরা কথাবার্তার মাধ্যমেই একজন আরেক জনের নিকট মনের ভাব ও আবেগ প্রকাশ করে থাকি। কিন্তু আমাদের কেউ যখন বিদেশে বা দূরে থাকে, তখন তাদের সাথে কথাবার্তা বলে মনের ভাব ও আবেগ প্রকাশ করতে হলে পত্রের মাধ্যমে তা করতে হয়।
চিঠি বা পত্র অর্থ কি ?
‘পত্র’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ‘পাতা’। কিন্তু বাংলা ব্যাকরণে ‘পত্র’ শব্দটি এক বিশেষ অর্থে ব্যবহৃত হয়। বাংলা ব্যাকরণে এর অর্থ ‘চিহ্ন’ বা ‘স্মারক’। পত্র শব্দটির আভিধানিক অর্থ চিঠি।
সংজ্ঞা : কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কোনো সংবাদ, ঘটনার বিবরণ পাঠানো বা কারো উদ্দেশ্যে কোনো বিষয় লিখিতভাবে প্রকাশ করাকে পত্রলিখন বলে ।
পত্রের প্রকারভেদ :-
ক. ব্যক্তিগত পত্র : ব্যক্তিগত প্রয়োজনে মা-বাবা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, আপনজন ও পরিচিতজনদের কাছে যেসব পত্র লেখা হয় সেগুলোকে ব্যক্তিগত পত্র বলে।
ব্যক্তিগত পত্র বিদেশে পাঠাতে হলে খামের ওপর BY AIR MAIL কথাটি লেখতে হয়।