Today

বচন অর্থ,সংজ্ঞা,প্রকারভেদ।এক বচন থেকে বহুবচন করার নিয়ম উদাহরণ সহ 

বচন’ হলো বাংলা ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ । বচন এর অর্থ — সংখ্যার ধারণা। ব্যাকরণে নির্দেশিত নীতিতে বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন (Number) বলে ।যেমন- ছেলেটি স্কুলে যায়। ছেলেরা মাঠে বল খেলে। এখানে ‘ছেলেটি’ শব্দ দ্বারা একজন ছেলেকে আর ‘ছেলেরা’ শব্দ দ্বারা অনেক ছেলেকে বুঝাচ্ছে। যেহেতো শব্দ দুটি দ্বারা সংখ্যার ধারণা পাওয়ায় যায়। আর সংখ্যার ধারণাই হলো বচন।

সংজ্ঞা : যে শব্দ দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের অর্থাৎ ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যার ধারণা জন্মে, তাকে বচন (Number) বলে । যেমন :

বইটি , গাভীটি, পাখিগুলো, ছেলেরা ইত্যাদি।

বচনের শ্রেণী বিভাগ :

বাংলা ভাষায় বচন দু’প্রকার। যথা-

১. একবচন ও

২. বহুবচন ।

১. একবচন : যে শব্দ দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝায়, তাকে একবচন বলে । যেমন- ছেলেটি, একটি কলম, একজন ছাত্র ইত্যাদি।

২. বহুবচন : যে শব্দ দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বুঝায়, তাকে বহুবচন বলে। যেমন- ছেলেরা, শিশুরা, বইগুলো ইত্যাদি।

আরও দেখুন