February 16, 2024

একুশে ফেব্রুয়ারি/আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা- ৫০০, ১০০০ শব্দ

ভূমিকা :

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি।”

একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় জীবনে এক গুরুত্বপূর্ণ স্মরণীয় দিন। একুশে ফেব্রুয়ারি বাঙালির গৌরবময় সেই ইতিহাস, যে ইতিহাস পৃথিবীর আর কোথাও নেই। মাতৃভাষা আদায়ের জন্য সেদিন রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এ দেশের তরুণ সমাজ।

ভাষা আন্দোলনের সূচনা পর্ব :-

ভাষা আন্দোলনের মূল সূচনা হয়েছিল ১৯৪৭ সালে। এ সময় পৃথিবীর বুকে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়।

কিন্তু পাকিস্তান সৃষ্টির প্রারম্ভেই সমস্যা দেখা দেয়। পাকিস্তানের জনসমষ্টির শতকরা পঞ্চান্ন ভাগ মানুষের ভাষা ছিল বাংলা। তবুও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে ১৯৪৭ সালেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা ভাষা বিষয়ে প্রথম প্রতিবাদ ওঠে। ১৯৪৮ সালে ভাষা আন্দোলনের দানা বাঁধে এবং ধীরে ধীরে তা তীব্রতর হয়। চলতে থাকে বাংলা ভাষার দাবিতে মিছিল, ধর্মঘট। আস্তে আস্তে পরিস্থিতি জটিল হয়ে উঠতে থাকে।

পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহম্মদ আলী জিন্নাহ ১৯৪৮ সালে ঢাকায় এক সমাবেশে উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে ঐ সমাবেশেই এ দেশের ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে। শুরু হয় ভাষা আন্দোলনের তীব্র রূপ ।

আরও পড়ুন