February 17, 2024

স্বাধীনতা দিবস - রচনা : তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী (৩টি)

সূচনা :-

পৃথিবীর ছোট বড় প্রত্যেকটি দেশেরই কিছু গৌরবোজ্জ্বল জাতীয় দিবস আছে, যেগুলো অত্যন্ত মর্যাদার সাথে পালন করা হয়। বাংলাদেশের স্বাধীনতা দিবস এমনই একটি মর্যাদাপূর্ণ দিন। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস।

মুক্তিযুদ্ধ :-

১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদারেরা নিরস্ত্র বাঙালির ওপর অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে। তারা নির্বিচারে নির্যাতন ধর্ষণ- হত্যা চালাতে থাকে। এ কাজে তাদের সহায়তা করে আল বদর, আল শামস ও রাজাকারের দল।

গ্রামে গঞ্জে শহরে কৃষক- শ্রমিক, ছাত্র-পুলিশ আনসার সবাই মিলে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে। ৪ ডিসেম্বর থেকে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী একসঙ্গে আক্রমণ শুরু করে। অবশেষে ১৬ ডিসেম্বর ১৯৭১ পাকবাহিনী রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে ।

২৬ মার্চ স্বাধীনতা দিবস হওয়ার কারণ :-

আমাদের মুক্তিযুদ্ধ ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ৯ মাস চলেছে। ২৬ মার্চ স্বাধীনতা অর্জিত হয় নি, শুরু হয়েছে মাত্র। তাই যুদ্ধ শুরু হওয়ার এ দিনটিই আমাদের স্বাধীনতা দিবস।

আরও পড়ুন