May 19, 2024

রচনা : পরীক্ষায় দুর্নীতি প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা

ভূমিকা :

ছাত্রজীবন ভবিষ্যৎ জীবন গঠনের প্রস্তুতিকাল। এ সময় নিজেকে যেভাবে যতটুকু গঠন করা যাবে, কর্মজীবনে সে রকমই ফললাভ হবে। তাই ছাত্রজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে ছাত্রজীবন নানা সমস্যায় আক্রান্ত। এর মধ্যে অন্যতম হলো পরীক্ষায় দুর্নীতির আশ্রয় গ্রহণ।

সুনীতির স্বরূপ :

আমাদের দেশের শিক্ষাব্যবস্থা দুর্নীতিমুক্ত নয়। সর্বপর্যায়ে নানা রকমের দুর্নীতি পরীক্ষা ব্যবস্থাকে কলুষিত করছে। পরীক্ষা পদ্ধতিতে দুর্নীতি প্রবেশ করায় এর ওপর অনাস্থা প্রকাশ করছে। তাই পরীক্ষার মাধ্যমে অর্জিত মানের ওপর এখন কেউ নির্ভর করে না। তাই নতুনভাবে ভর্তি বা চাকরির পরীক্ষা নেয়ার প্রবণতা দেখা দিয়েছে। পরীক্ষার হলে গণটোকাটুকির প্রবণতা একটি মারাত্মক দুর্নীতি। বিশেষত নকবল অঞ্চলে পরীক্ষায় নকল করার সুযোগ নেয়া হয় বা দেয়া হয়।

পরীক্ষা চলাকালে পরিদর্শকগণ ভয়ে অথবা ঝামেলা এড়াতে নকল রোধ করার চেষ্টা করেন না। বিভিন্ন পদ্ধতিতে নকল করা হয়। যেমন অসুস্থতা দেখিয়ে পৃথক কক্ষে পরীক্ষা দিয়ে নকল করা, উত্তরপত্র সঙ্গে নিয়ে আসা, উত্তরপত্র বাইরে থেকে সরবরাহ করা, প্রশ্নপত্র ফাঁস ইত্যাদি। প্রশ্ন তৈরি করা থেকে পরীক্ষার হলে যাওয়া পর্যন্ত দীর্ঘ সময় এ দুর্নীতি নানাভাবে ঘটতে পারে। এমনকি পরীক্ষার পরেও খাতা মূল্যায়নের সময় নানা দুর্নীতি ঘটে থাকে।

আরও পড়ুন :