July 18, 2023
দেহকোষ ও জননকোষ কাকে বলে?এদের মধ্যে পার্থক্য ও উদাহরণ সহ ব্যাখ্যা
হকোষ হলো এমন ধরনের জৈবিক কোষ যা কোনও জীব দেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠন করে। এটি বহুকোষী জীবের মধ্যে জনন মাতৃকোষ, গ্যামেট, গ্যামিটোসাইট বা অবিচ্ছিন্ন ভাজক কোষ ব্যতীত অন্য যেকোন ধরনের কোষ হতে পারে।
বহুকোষী জীবের যে সকল কোষ জীবের দেহ গঠন করে, কিন্তু জননকার্য তথা গ্যামেট সৃষ্টিতে অংশ নেয় না, তাদেরকে দেহকোষ বলে।
⇒ দেহকোষ ডিপ্লয়েড অর্থাৎ জোড়সংখ্যক ক্রোমোসোম থাকে। দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় ।
দেহ কোষের উদাহরণ :-
মূল, কান্ড ও পাতায় কোষ, স্নায়ু কোষ, রক্তকণিকা, ইত্যাদি দেহকোষের কোষের উদাহরণ।