বাংলা রচনা : শখের মৃৎশিল্প class 3, 4, 5
ভূমিকা:
বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পগুলোর মধ্যে অন্যতম হলো মৃৎশিল্প। এটি শুধু শিল্প নয়। আবহমান গ্রাম-বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম উপাদান। কুমার সম্প্রদায়ের লোকেরা নানারকম মৃৎশিল্প সামগ্রী তৈরি করে ।
মৃৎশিল্পের প্রকৃতি:
মৃৎশিল্প হলো বিশেষ মাটির সাহায্যে হাঁড়ি-পাতিল ও বিভিন্ন আসবাব তৈরি করার শিল্প। এ শিল্পের প্রধান উপকরণ হলো পরিষ্কার এঁটেল মাটি। এঁটেল মাটি নরম করে বিভিন্ন আকৃতির বিভিন্ন জিনিস বানানো হয়।
যেমন— মাটির পুতুল, কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, মটকা ইত্যাদি। এ কাজে চাকার মতো একটি বস্তু ব্যবহার করা হয়। মাটি দিয়ে ঘর সাজানোর অনেক জিনিসও তৈরি করেন কুমাররা ।
মৃৎশিল্পের ঐতিহ্য:
বাংলাদেশের মৃৎশিল্পের এক গৌরবময় ঐতিহ্য রয়েছে। প্রাচীনকালে তৈজসপত্রসহ অনেক গৃহসামগ্রী শুধু মাটি দিয়েই তৈরি হতো। প্রাচীন মসজিদ, মন্দির এবং অট্টালিকার দেয়ালেও সেকালের মৃৎশিল্পীদের দক্ষতার অনেক নমুনা দেখতে পাওয়া যায় ।