January 7, 2024

ছাত্র শিক্ষক সম্পর্ক - বাংলা প্রবন্ধ রচনা

উপস্থাপনা :

দু'প্রকৃতির মানুষ নিস্বার্থ ভাবে মানুষের সফলতায় আনন্দিত হয় । এক পিতা, দুই,শিক্ষক । পিতা অকৃপণ হাতে তার কষ্টের উপার্জিত ধন সম্পদ পুত্রের হাতে তুলে দেন। শিক্ষকের হাজারো চেষ্টা সাধনায় অর্জিত জ্ঞান অকৃপণ হাতে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিলিয়ে দেন। আর সন্তানের পিতা-মাতার পরে যার সাথে পবিত্র সম্পর্ক হয় সে হলো শিক্ষক ।

ছাত্র-শিক্ষক সম্পর্কের গুরুত্ব ঃ

ছাত্র-শিক্ষকের মধ্যে একটি মধুর সম্পর্ক বিদ্যমান। যেমন-অন্ধকারাচ্ছন্ন ঘনকালো রাত্রিতে ধ্রুবতারা যেমন পথচারীকে পথের সন্ধান দেয়, তেমনি অজ্ঞতার গহীন অন্ধকারেও একজন শিক্ষক জ্ঞানের মশাল হাতে এগিয়ে আসেন। তাঁর সেই প্রদীপ্ত জ্ঞানের মশাল জ্বলে ওঠে তা হলো স্বার্থহীন মধুর সম্পর্ক।

ছাত্র-শিক্ষকের মধ্যে মধুর সম্পর্ক না থাকলে জ্ঞানের রাজ্যের সম্প্রসারণ ঘটবে না, মানুষ অজ্ঞতার অন্ধকারে থেকে যাবে। কখনো বন্ধু আবার কখনো অভিভাবক । তাই প্রাচীনকাল থেকেই ছাত্র শিক্ষকের মধ্যে একটি মধুর সম্পর্ক গড়ে ওঠেছে। হযরত মুহাম্মদ (সঃ) ঘোষণা করেন, “আমি তোমাদের মাঝে শিক্ষক হিসেবে এসেছি।”

Read more