January 17, 2024
যানজট - বাংলা প্রবন্ধ রচনা
উপস্থাপনা ঃ
এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শত আটানব্বই বর্গকিলোমিটার ভূখণ্ড নিয়ে গঠিত আমাদের বাংলাদেশ। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে, এই ছোট্ট দেশটিতে ষোল কোটি লোকের বাস । ভূখন্ডের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। প্রতিদিন মানুষ কাজের সন্ধানে শহরে আসছে।
জনসংখ্যার সাথে তাল মিলিয়ে বাড়ছে জীবনমুখী উপকরণ। বাড়ছে যানবাহন, রাস্তাঘাট, ঘর-বাড়ি, স্কুল- কলেজ, অফিস-আদালত । অতিরিক্ত যানবাহন ও জনসংখ্যার ফলে রাস্তাঘাটে যানজট লেগেই থাকছে ।
যানজটের কারণ ঃ
রাস্তায় যানবাহন চলতে চলতে হঠাৎ দেখা যায় গাড়ির চাকা আর ঘুরছে না, চারদিকে নানা প্রকার যানবাহন । চলতে চলতে হঠাৎ পথে যানবাহন আটকে গেলে যে জট হয়, তাকে যানজট বলে ।