November 19
উপসর্গ কাকে বলে?কত প্রকার।উপসর্গের বৈশিষ্ট্য,কাজ,প্রয়োজনীয়তা
বাংলা ভাষায় যে কয়টি পদ্ধতিতে নতুন শব্দ গঠিত হয় তাদের মধ্যে উপসর্গ অন্যতম । উপসর্গ এক প্রকার অব্যয় । বাংলা ভাষায় এদের নিজস্ব কোন অর্থ নেই এবং এরা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। তবে এগুলো অন্য শব্দের পূর্বে বসে শব্দটির অর্থের পরিবর্তন সাধন করে।
সংজ্ঞা : অব্যয়সূচক যে সকল বর্ণ বা বর্ণসমষ্টি শব্দ বা ধাতুর পূর্বে বসে শব্দ বা ধাতুর অর্থের পরিবর্তন, পরিবর্ধন বা সংকোচন ঘটায়, তাদেরকে উপসর্গ বলে।
যেমন — ‘দান’ শব্দটির পূর্বে আ, প্র, প্রতি, অব — এ চারটি ভিন্ন ভিন্ন অর্থে ভিন্ন ভিন্ন শব্দ গঠিত হতে পারে। যেমন —
প্রতি→ প্রতি + দান = প্রতিদান ।
উপসর্গের প্রকারভেদ :
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলোকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-