November 20

উচ্চারণ রীতি কাকে বলে?বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম hsc - pdf

বাংলা ব্যাকরণে উচ্চারণরীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মনের ভাব লিখে বা উচ্চারণ করে- যেভাবেই হোক না কেন, তা প্রকাশ করতে হলে সঠিক বানান ও বিশুদ্ধ উচ্চারণ অপরিহার্য।

সংজ্ঞা : প্রতিটি শব্দের যথাযথ উচ্চারণের জন্য কতকগুলো নিয়ম বা সূত্র প্রণয়ন করা হয়েছে। এই নিয়ম বা সূত্রের সমষ্টিকেই উচ্চারণরীতি বলা হয় ।

বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম :

বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ নিচে উল্লেখ করা হলো -

১। শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপর যদি ই, ঈ, উ, ঊ, ক্ষ, জ্ঞ, য-ফলা বা ঋ-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে অ-এর উচ্চারণ ও-কারের মতো হয়। যেমন অতি, (ওতি), নদী (নোদি), তরু (তোরু), ময়ূর (মোয়ুর), পক্ষ (পোক্‌ খো), যজ্ঞ (জোগ্‌গোঁ), বন্য (বোননো ), মসৃণ (মোস্সৃন্) ইত্যাদি ।

২। শব্দের আদ্য ব্যঞ্জনবর্ণে ব-ফলা সংযুক্ত হলে সে ব-এর কোনো উচ্চারণ হয় না। যেমন- স্বাধিকার, (শাধিকার), ত্বক (তক ), · ধ্বনি (ধোনি), স্বাগত (শাগতো) ইত্যাদি ।

৩। শব্দের মধ্যে কিংবা শেষে ব-ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণে দ্বিত্ব ঘটে থাকে। যেমন- বিশ্ব (বিশ্বশো), বিদ্বান (বিদ্‌দান), পক্ব(পক্‌কো) ইত্যাদি ।

আরও পড়ুন