রচনা : ভ্রাতৃত্ব / বিশ্ব ভ্রাতৃত্ব
ভূমিকা :
নবী করীম (স) বলেন, এক মুসলিম অপর মুসলিমের ভাই স্বরূপ। তাই বিশ্বের প্রতিটি মানুষ একে অন্যের ভাই। ইসলামী দৃষ্টিকোণ থেকে বলা যায়, পৃথিবীর সকল মানুষ একই মর্যাদার অধিকারী। অথচ চলমান বিশ্বে জাতি, বংশ, বর্ণ ও গোত্র বিভেদের ফলে মানবিক ধর্মের ভিত চরমভাবে ভেঙ্গে পড়েছে। আর এ থেকে জন্ম নিয়েছে ভ্রাতৃত্ব বন্ধনের অভাব। তাই আজ এত হানাহানি, এত বিদ্বেষ।
ভ্রাতৃত্ব সংজ্ঞা :
ভ্রাতৃত্ব সম্প্রীতি মানবতাবোধের আন্তরিকতাপূর্ণ বহিঃপ্রকাশ। ভ্রাতৃত্বের পারিভাষিক সংজ্ঞা হলো পরস্পরের মধ্যে সহমর্মিতা, সুখে-দুঃখে অংশীদার হওয়া, একে অপরের জন্য নিজেকে বিলিয়ে দেয়া, পরার্থে জীবন উৎসর্গ করা।
ভ্রাতৃত্বের প্রকারভেদ :
ভ্রাতৃত্ববোধের স্বরূপ পর্যালোচনায় দেখা যায়, ভ্রাতৃত্ব দু'প্রকার। যথা— ঔরসজাত ভ্রতৃত্ব এবং আদর্শগত ভ্রাতৃত্ব। নিজের পরিবার পরিজনের সাথে যে নাড়ির সম্পর্ক, তাকে ঐরসজাত ভ্রাতৃত্ব বলে। আর জীবনের বিভিন্ন বিষয়ে নৈতিক আদর্শে গঠিত নীতিগত সমর্থন হলো আদর্শগত ভ্রাতৃত্ব ৷