February 1
শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন( Class 4 - HSC )
মনে কর, তোমার নাম মাহিন। তোমার বিদ্যালয়ের নাম কে.এল. জুবলী প্রাথমিক বিদ্যালয়। এখন সুন্দরবনে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখ।
১৫ জানুয়ারি, ২০২-- ইং
বরাবর,
প্রধান শিক্ষক
কে.এল. জুবলী প্রাথমিক বিদ্যালয়, ঢাকা ।
বিষয় : শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন ৷
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা সুন্দরবনে শিক্ষা সফরে যেতে চাই। কেননা ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনে প্রকৃতির নানা বৃক্ষ ও গাছপালা বিদ্যমান। সেখানে রয়েছে বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার এবং বিভিন্ন প্রজাতির জীবজন্তু ও পশুপাখি। আমাদের বাংলা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠ্যপুস্তকে সুন্দরবন সম্পর্কে পাঠ্যসূচিতে আছে। তাই আমাদের সুন্দরবন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা জরুরী।
অতএব, উল্লিখিত বিষয় বিবেচনা করে আমাদের সুন্দরবনে শিক্ষা সফরে যাওয়ার সকল ব্যবস্থা করলে এবং অনুমতি প্রদান করলে আমরা বাধিত হবো।