May 4, 2024

পরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্য - প্রবন্ধ রচনা 

ভূমিকা :

মানুষ সৃষ্টির সেরা জীব। তার বিবেক বুদ্ধি ও দায়িত্ব কর্তব্য জ্ঞান আছে বলে মানুষ পশু থেকে উন্নত। মানুষ যখন তার দায়িত্ব ও কর্তব্য পালনে ব্যর্থ হয় তখন মনুষ্যত্বের অবমাননা হয়। সৃষ্টির সেরা জীব মানুষের সারাজীবন নানা দায়িত্ব-কর্তব্য আবর্তিত। যে পরিবারে সে জন্মগ্রহণ করে তার প্রধান কর্তব্য ও দায়িত্ব বর্তায় সেই পরিবারের ওপর। যে সমাজ, ও পারিপার্শ্বিকতায় সে জন্মগ্রহণ করে তার প্রতিও রয়েছে অনেক দায়িত্ব ।

পরিবারের কার্যাবলি :

মানুষ সামাজিক জীব। সমাজের বাইরে বসবাস করা স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। আর পরিবার হচ্ছে সমাজের ক্ষুদ্রতম মৌলিক সংগঠন, যাকে কেন্দ্র করে বৃহত্তর মানবসমাজ গড়ে উঠেছে। পরিবার গড়ে ওঠে দাদা-দাদি, মা-বাবা, ভাই-বোন ও অন্যান্য সদস্যদের নিয়ে।

এই পরিবারের সঙ্গে বসবাস করতে গেলে পরিবারের সবার প্রতি সবার কর্তব্য আছে। পরিবারেই মানব শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ হয় ও শিশু সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করে। পরিবার ছাড়া মানব শিশু সুস্থ স্বাভাবিক জীবন গড়তে পারে না। এসব কারণে পরিবারের প্রতি প্রতিটি মানুষের সীমাহীন দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

পরিবারের প্রতি করণীয় :

পরিবারের প্রতি মানুষকে যেসব দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয় তা মানুষ সমাজ রক্ষার্থেই করে থাকে। কেননা পরিবারের প্রতি দায়িত্ব পালন করার অর্থ হচ্ছে সমাজের প্রতি দায়িত্ব পালন করা। পরিবারের সবচেয়ে সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তি পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ। যেমন— দাদা-দাদি, মা-বাবা, চাচা-চাচি, বড় ভাই-বোন ইত্যাদি । এদের প্রতি ছোটদের অবশ্যই কিছু কর্তব্য রয়েছে।

আরও পড়ুন