প্রবন্ধ রচনা : এইডস ও তার প্রতিকার
উপস্থাপনা :
রোগ-ব্যাধি মানুষের নিত্যসঙ্গী। বর্তমানে বিশ্বব্যাপী এইডস জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। যে কোনো প্রাণীর দেহে প্রাণের অস্তিত্বের পাশাপাশি অবস্থান করছে কোনো না কোনো রোগ-ব্যাধি। তবু অনাদিকাল থেকে মানুষ রোগ- ব্যাধির সাথে লড়াই করে পৃথিবীতে টিকে আছে। রোগ নিরাময়ের জন্য আবিষ্কার করেছে ওষুধ, গড়ে তুলেছে প্রতিরোধ ব্যবস্থা। কিন্তু বিজ্ঞানের এ চরম সাফল্যের যুগেও মানুষকে থমকে দিয়েছে যে রোগটি, তা হলো ঘাতক ব্যাধি 'এইডস'।
নিশ্চিত মৃত্যু যার পরিণতি। ১৯৫৯ সালে প্রথম ব্রিটেনের এক ব্যক্তির রক্তে এইডস ভাইরাসের সন্ধান পাওয়া যায়। যৌনমিলন কিংবা রক্ত সঞ্চালনের মাধ্যমেই এটা মানবদেহে সংক্রমিত হয়। এর কোনো কার্যকর ওষুধ আজো আবিষ্কৃত হয়নি। তাই বিশ্ব মানবসমাজ এর ভয়ে আতঙ্কিত।
এইডস কী :
'এইডস (AIDS) একটি সংক্ষিপ্ত ইংরেজি শব্দ। এর পূর্ণ নাম "Acquired Immune Deficiency Syndrome" এ রোগের ভাইরাসকে বলা হয় "Human Immune Deficiency Virus" সংক্ষেপে HIV ।
ভাইরাস মানবদেহে প্রবেশ করলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে এবং একসময় জীবন নিঃশেষ হয়ে যায়।ফলে মানুষ পতিত হয় নিশ্চিত মৃত্যুমুখে। সর্বপ্রথম মার্কিন চিকিৎসাবিজ্ঞানিগণ এ রোগের ভাইরাস আবিষ্কার করে। আশির দশকে এ রোগের প্রাদুর্ভাব প্রথম আফ্রিকা মহাদেশে দেখা গিয়েছিল। অনেক চিকিৎসকের ধারণা, এক প্রজাতির সবুজ বানরের মাধ্যমে এ রোগের উৎপত্তি হয়েছে। গবেষণার মাধ্যমে এ জাতীয় বানরের মধ্যে এইচআইভি পাওয়া গেছে।