ভাষণ কাকে বলে কত প্রকার ও কি কি?ভাষণের দিক, বৈশিষ্ট্য, উপকারিতা
ভাষণ কাকে বলে কত প্রকার ও কি কি?ভাষণের দিক, বৈশিষ্ট্য, উপকারিতা
ভাষণ বা বক্তৃতা একটি শিল্প। এটি বাচনিক শিল্প হিসেবেই স্বীকৃত। প্রায় প্রত্যেক মানুষকেই জীবনের কোথাও না কোথাও ভাষণ দিতে হয়; হয় সেটা আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক। সহজ ও সুন্দর ভাষায়, সাবলীল ভঙ্গিতে ভাষণ দেয়াকেই আর্ট বা শিল্প বলা হয়। বিষয়টি সহজ নয়। প্রশিক্ষণ বা অনুশীলনের মাধ্যমে এ সুকুমার বৃত্তিটি আয়ত্ত করা সম্ভব ।
ভাষণের সংজ্ঞা :
কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে নিয়মসিদ্ধভাবে আনুষ্ঠানিক বক্তৃতাকে ভাষণ বলে। অর্থাৎ কোনো বিষয়বস্তু সম্পর্কে বস্তুনিষ্ঠ বক্তব্য প্রদানকেই ভাষণ বলে।
বস্তুতপক্ষে ভাষণ একটি বাচনিক শিল্পমাধ্যম। কারণ সহজ, সরল ও সুন্দর ভাষায় সাবলীল বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়েই বাচনিক শিল্পবোধের প্রকাশ ঘটে। নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষের এ সুকুমার বৃত্তি আয়ত্ত করতে হয়। হঠাৎ করে বা একদিনেই সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে ভাষণ বা বক্তৃতা দেয়া কোনো মানুষের পক্ষেই সম্ভব হয় না। তাই এক্ষেত্রে নিয়মিত অনুশীলন অপরিহার্য।