May 6, 2024
রচনা : শেরে বাংলা একে ফজলুল হক
উপস্থাপনা :
এ দেশে এমন লোক নেই যিনি শেরে বাংলার নাম শোনে নি। শেরে বাংলার প্রকৃত নাম হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে তিনি বাংলার রাজনীতিতে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী নেতা ৷
জন্ম ও পরিচয় :
১৮৭৬ সালের ২৬ অক্টোবর আবুল কাশেম ফজলুল হক বরিশাল জেলার চাখার গ্রামের সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা ওয়াজেদ আলী ছিলেন বরিশালের একজন বিশিষ্ট উকিল ।
শিক্ষা জীবন :
এ. কে. ফজলুল হকের শিক্ষাজীবন শুরু হয় মাদরাসায় । পরে তিনি ভর্তি হন বরিশাল জেলা স্কুলে। এরপর থেকেই তিনি কৃতিত্বের সাথে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর কোলকাতার প্রেসিডেন্সী কলেজে তিনি অধ্যায়ন করেন । অনার্সসহ বি. এ ডিগ্রি লাভ করার পর এ. কে. ফজলুল হক অঙ্কশাস্ত্রে এম. এ ডিগ্রি পান ১৮৮৫ সালে । আইন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন ১৮৯৭ সালে ।